শিল্পমেলা - সায়ন্তনী ব্যানার্জী (স্বরচিত কবিতা)




ঘোড়াগুলো উঁচিয়ে আছে ঘাড়,
হাতিগুলো ছাড়ছে হুঙ্কার!
কৃষক যায় বউ-কে নিয়ে হাটে
বাউল ফেরে গান গেয়ে মাঠে ঘাটে
আসছে তেড়ে কুমির-টা, 
ওরে কছুয়া পালিয়ে যা!
ছাতার তলায় ব্যাঙ বাবাজি,
দেখ, করছে কত গলাবাজি!
ভয় নেই, এরা কেউ করবে না তোমার অপকার।
সঠিক দামে কিনে নাও তুমি দারুণ উপহার!
হরেক রকম লম্প জ্বেলে 
ভাবছো বসে চুপটি করে
কাজের জিনিস বেচেও কেন 
দাম পাইনা হায়!
পাশ দিয়ে সব যাচ্ছ চলে
একটু দেখো পিছন ঘুরে
ঘরের কোনে সাজিয়ে রাখার
জিনিসটা কি চাই?

দিদি, বুনছো ঝুড়ি তুমি কত?
সারাদিন দাদা কি বুনেছো এত!
হেথা নিপুন হাতে তুলির টানে, 
মাসি কাজ করে যায় আপন মনে,
চারিদিকে ছড়িয়ে রাখো কত রঙিন শিল্প,
দাম দেয় কেউ? বেশী হোক বা অল্প?
ও দাদা, ও দিদিভাইরা কতই তো কেন দামী চুড়ি গয়না
অল্প একটু দাম দিয়ে এদেরটাও নাও না!


Author bio

Name: Sayantani Banerjee

Sayantani Banerjee is by profession a digital marketer and guest blogger and loves to write on various subjects like fashion, lifestyle, digital marketing, psychology, personal development, etc. She writes in Bengali and English language.

View her profiles on LinkedIn | Facebook | Twitter

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

কেন বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে? - সিমন রায়

লেপচা জগৎ - ঘুম পাহাড়ের কোলে কাটিয়ে আসুন কিছুদিন

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় – কেন এত জনপ্রিয় ছিলেন

বাংলার দারুশিল্প - এক অনালোচিত অবহেলিত শিল্পকর্ম - সোমশ্রী দত্ত