ছোট গল্পঃ গোলোক বাবুর চেয়ার! - জয়ন্ত বিশ্বাস
আলতা লালে লিখেছিলেন 'এখানে নোংরা ফেলবেন না' তার পর নীল সাদায় লিখলেন 'এখানে নোংরা ফেলবি না' নাহ! তাও গোলোক বাবু কিছুতেই বাড়ির সামনে ময়লা ফেলা বন্ধ করতে পারছেন না আচ্ছা এবার কি গেরুয়া কালিতে লিখে নীচে জুড়ে দেব 'আদেশানুসারে প্রধানমন্ত্রী' ? তাতেও কাজ না হলে 'আদেশানুসারে রাষ্ট্রপতি'!! ..