সে ঠিক আছে - মনোরঞ্জন ঘোষাল (স্বরচিত কবিতা)

 


ব‍্যাস্ততা সবকিছু কেড়ে নিচ্ছে,

বন্ধুত্ব আত্মীয়তা অন্তরঙ্গতা,  

একটা যন্ত্রের মত ছুটে চলেছি লক্ষ‍্যে।

কাজ কাজ আর কাজ,

সময়ের বড় অভাব,

কারো কথা ভাবার অবকাশ নেই,

একটু একটু করে দূরে সরতে সরতে,

কখন হারিয়ে যাচ্ছে না ফেরার দেশে

কেউ জানতেও পারছে না।

অসভ‍্যেরা দল গড়েছিল খাবারের জন‍্য,

সভ‍্যেরা দল ভাঙছে খাবারের আশায়,

সময় সব পরিবর্তন করে,

শুধু নিজেকে নয়।

-----------------------------------------------------------------------------------------------------------



Author bio

Name: Manoranjan Ghoshal

Atmarampur, Paschim Rameshwarpur, Budge Budge, South 24 PGNS, Pin- 700140










মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

কেন বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে? - সিমন রায়

লেপচা জগৎ - ঘুম পাহাড়ের কোলে কাটিয়ে আসুন কিছুদিন

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় – কেন এত জনপ্রিয় ছিলেন

বাংলার দারুশিল্প - এক অনালোচিত অবহেলিত শিল্পকর্ম - সোমশ্রী দত্ত