ইমোশন - চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জী (স্বরচিত কবিতা)
ঐ মেয়ে টা এমনি বোকা!
আবেগ বেশি দে না ধোঁকা
ওর মাথাতে কাঁঠাল ভেঙে
খাওয়ার মজা বেশ!
আমরা সবাই ভারী চালাক
করব ওকে শেষ!
ঐ ছেলে টা এমনি গাধা!
সব কিছুতেই সাজবে দাদা
দাদাগিরি বন্ধ হবে এমনি দেব হুল
ওটা একটা ইমোশনাল ফুল!
আমরা ভারী চালাক বাবা!
দেখে শুনে বসাই থাবা!
পরের জন্য নিজের জীবন
করব কেন পাত???
যত্ত উৎপাত!!!
দেখে শুনে পথ চলবো
কাজের সময় পালিয়ে যাব
কাজ করবে,কষ্ট পাবে
বোকা গাধা গুলো!
যত্ত সব ইমোশনাল ফুল
ওদের সব কাজেতেই ভুল!
গাধা গুলো করুক খেটে
ভালো ভালো কাজ
আমরা চতুর,বিনা শ্রমে
করতে জানি রাজ!
Name: Chandrani Chakraborty
Chandrani Chakraborty is by profession a teacher. She works at Kamrabad Uchcha Vidyalaya.
View her profiles on Facebook
মন্তব্যসমূহ